যাত্রী কল্যাণ সমিতির তথ্য: ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ৪২৭ জন নিহত

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫
ঈদযাত্রার শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত সড়ক, রেল ও নৌ-পথে ১৫ দিনে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) ডিআরইউ’তে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে মোটর সাইকেল দুর্ঘটনায়।
সংগঠন জানায়, গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা ২২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যাতে প্রাণহানি ১৬ দশমিক ০৭ আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালকসহ দুর্ঘটনার ৯টি কারণ তুলে ধরেন তারা। এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগেই চারদিন ছুটিসহ ১২টি দাবি তুলে ধরেন তারা।