০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫:৫০

শিরোনাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর Logo ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক Logo জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু Logo মিথ্যাচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo

বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ১৫:৫৭

বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিতভাবে তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে, যা অল্প সময়েই দর্শকদের মাঝে সাড়া ফেলছে। সম্প্রতি একের পর এক নাটকে ব্যস্ত এই অভিনেত্রীকে নিয়ে আলোচনায়ও সরব দর্শক ও ভক্তরা।

ছোট পর্দায় চমক দেখিয়ে ২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। তবে এর পর থেকে দীর্ঘ ছয় বছর তাকে বড় পর্দায় দেখা যায়নি।

অবশেষে সেই বিরতি ভেঙে আবার চলচ্চিত্রে ফিরছেন ছোট পর্দার এই জনপ্রিয় মুখ। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে শুটিংয়ের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।

তানিয়া বৃষ্টি জানান, “নাটকের ব্যস্ততার কারণে এতদিন সিনেমা নিয়ে ভাবতে পারিনি। তবে সবসময়ই চেয়েছি ভালো গল্প ও চরিত্রে কাজ করতে। ‘ট্রাইব্যুনাল’-এর গল্প শুনে মনে হয়েছে, এটি সেই কাজ, যা আমাকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনতে পারে।”

সূত্র জানায়, ‘ট্রাইব্যুনাল’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলার উপাদানও থাকবে। গল্পে উঠে আসবে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের পেছনের রাজনৈতিক বাস্তবতা।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য।

আরও পড়ুন