০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৬:৪১

শিরোনাম হযবরল যোগাযোগ খাতকে দ্রুত শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর Logo ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক Logo জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু Logo মিথ্যাচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo

জাবিতে নির্মাণাধীন ভবনে ফের দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জাবিতে নির্মাণাধীন ভবনে ফের দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ০৮:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাকিব (২৪) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৯ তলায় কাজ করার সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে রাকিব জানালা দিয়ে ময়লা ফেলতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

এটি গত তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে দ্বিতীয় শ্রমিকের মৃত্যুর ঘটনা। এর আগে গত ১ আগস্ট নির্মাণাধীন লাইব্রেরি ভবন থেকে পড়ে আরিফুল নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।

ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান 'আমিন ট্রেডার্স'-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ জানিয়েছেন, ভবনের বাইরের কাজ শেষ হয়ে যাওয়ায় ‘সেফটি নেট’ (নিরাপত্তা জাল) খুলে ফেলা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক নাসিরউদ্দিন ঘটনাটিকে ‘দুঃখজনক’ বললেও দাবি করেন, শ্রমিকদের বারবার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হলেও "অনেক সময় তারা মানে না।" প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছেন।

 

আরও পড়ুন