আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা
প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ২২:১৭
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (১ নভেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে এই নতুন মূল্য।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ৩০ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯৬ টাকা, যা ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়।
চলতি বছর এখন পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫০ বার দাম বেড়েছে, আর কমেছে ২৩ বার। গত বছর (২০২৪ সালে) ৬২ বার দামের সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
বছরজুড়ে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে মাত্র ৩ বার।
আরও পড়ুন
- ১ নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: চাচী ও দুই চাচাতো বোন গ্রেফতার
- ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
- ৩ বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনের যুবক
- ৪ বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি
- ৫ দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
- ৬ দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি
- ৭ সার পাচারের সময় ৯ পাচারকারী আটক
- ৮ যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক
- ১ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৫ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৬ অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ৯ লক্ষ্মীপুর-১: জামায়াতের প্রার্থী চূড়ান্ত, আলোচনায় তথ্য উপদেষ্টা, দ্বিধায় বিএনপি
- ১০ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ, আটক ৪
