০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫:৫০

শিরোনাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর Logo ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক Logo জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু Logo মিথ্যাচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৭

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৭

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৫:১৬

গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা গুলির শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা নেমে পড়েন অভিযানে। এক রাতের ব্যবধানে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় চালানো হয় দুটি পৃথক অভিযান। এসব অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, গাজীরচট এলাকায় অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, শটগানের কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়। ওই ঘটনায় আটক হন মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)।

অন্যদিকে, একই রাতে কান্দাইল এলাকায় পরিচালিত আরেক অভিযানে যৌথ বাহিনী আটক করে তিন যুবক— নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮)। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাতজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন