০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫:৫০

শিরোনাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর Logo ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক Logo জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু Logo মিথ্যাচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo

সরানো হলো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে

সরানো হলো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২২:৪২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শাহজাহান মিয়া একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন— স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ডিএসসিসির প্রশাসক এবং ঢাকা ওয়াসার এমডি হিসেবে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাকে ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে ১৮ মে যোগ করেন ওয়াসার এমডি পদে।

অন্তর্বর্তী সরকারের সময়কালে একসঙ্গে দুটি সংস্থার শীর্ষ দায়িত্ব পালন নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছিল। নতুন দায়িত্বে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেষণে পাঠানো হলো।

আরও পড়ুন