০২ নভেম্বর ২০২৫, রবিবার, ২১:২৮

শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৬২ Logo ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ Logo

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: চাচী ও দুই চাচাতো বোন গ্রেফতার

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: চাচী ও দুই চাচাতো বোন গ্রেফতার

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১৪:১৮

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জোসনা বেগম।

পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর আগের পাওনা ১৭শ' টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবি করার ঘটনায় চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন দুই ভাই। নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের আরজির প্রেক্ষিতে নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন