০২ নভেম্বর ২০২৫, রবিবার, ২১:২৮

শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৬২ Logo ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ Logo

বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনের যুবক

বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনের যুবক

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১৪:১০

ভালোবাসার টানে এক তরুণীকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনের এক যুবক। গত শুক্রবার রাতে চীন থেকে ঢাকায় পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক তরুণীর বাসায় আসেন তিনি। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁরা বিয়ে সম্পন্ন করবেন।

চীনের যুবক ওয়াং তাও’এর  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তারের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। সুরমা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং ঢাকার লালবাগে থাকেন। আজ রোববার তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে তরুণীর পরিবার জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান চীনের যুবক ওয়াং তাও। বিমানবন্দর থেকে তাকে নিজ বাড়ি নাসিরনগরে নিয়ে আসেন তরুণী সুরমাসহ তাঁর পরিবারের লোকজন।

স্থানীয় লোকজন, পুলিশ ও তরুণীর পরিবারের দাবি, দেড় থেকে দুই মাস আগে ডেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে ওয়াং তাওয়ের সঙ্গে সুরমার পরিচয় হয়। তাঁরা নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতে শুরু করেন। তাঁদের মধ্যে বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাঁরা একে অপরকে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন।

সুরমার মা বলেন, ‘আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবে চীনের যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে।’

নাসিরনগর থানার কুন্ডা বিট উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম বলেন, ‘বিষয়টি জানতে পেরে কুন্ডা গ্রামে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হলাম যুবক চীনের নাগরিক। তরুণী ও তাঁর পরিবার জানিয়েছে, রোববার হলফনামার মাধ্যমে চীনের যুবক মুসলিম হবেন। তারপর তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।’

আরও পড়ুন