০২ নভেম্বর ২০২৫, রবিবার, ২১:২৬

শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৬২ Logo ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ Logo

সার পাচারের সময় ৯ পাচারকারী আটক

সার পাচারের সময় ৯ পাচারকারী আটক

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১৩:৩৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১,১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ সারের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন