০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৪:৩৬

শিরোনাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo আন্দোলনের নামে সড়ক অবরোধে রাজধানীতে জনভোগান্তি: ডিএমপি Logo নির্বাচনের পরে ইজতেমা: ধর্ম উপদেষ্টা Logo মানবতাবিরোধী অপরাধের মামলা: হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ Logo তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে Logo

রংপুরে কবরের মাটি তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

রংপুরে কবরের মাটি তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ২২:৪৬

রংপুরের তারাগঞ্জে কবরের মাটি তোলা নিয়ে বিরোধের জেরে খালেকুজ্জামান (৪২) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খালেকুজ্জামান হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খালেকুজ্জামানের ভাই আবদুল ছালেক কবর জিয়ারতের সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় খালেকুজ্জামানের মাথায় আঘাত হয়। স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানিয়েছে, খালেকুজ্জামান দিনমজুরের কাজ করে স্ত্রী ও দুই সন্তানসহ পরিবার পরিচালনা করতেন।

এ ঘটনায় নিহতের ভাই মাহবুবুর রহমান বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন